NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নাম এক, জন্মদিন-জন্মস্থানও একই, ইংল্যান্ড দলে কে এই নতুন রবিনসন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:৪৮ পিএম

নাম এক, জন্মদিন-জন্মস্থানও একই, ইংল্যান্ড দলে কে এই নতুন রবিনসন

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন জর্ডান কক্স। তার বদলে দলে নেওয়া হয়েছে অলিভার রবিনসনকে। আগামী শনিবার চলতি ক্রাইস্টচার্চ টেস্টের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। 

অলিভার রবিনসন নামটা দেখে কৌতূহল জাগতে পারে অনেকের।

কারণ এই নামে ইংলান্ডের একজন পেসার আছেন। তবে নাম একই হলেও তিনি আলাদা। এই রবিনসন পেসার নন, তিনি একজন উইকেটরক্ষক ব্যাটার। 

 

প্রথমবারের মতো ডাক পাওয়া এই উইকেটরক্ষকের পেসারের নাম ছাড়াও মিল আছে অন্য জায়গায়ও।

দুজনেরই জন্ম কেন্টে, দুজনের জন্মদিন ১ ডিসেম্বর।

 

তবে জন্মদিন একই হলেও বয়সে পার্থক্য আছে দুজনের। তিন দিন পর ২৬ বছর পূর্ণ হবে কিপার রবিনসনের, ৩১ হবে পেসার রবিনসনের। আলাদা অন্য জায়গায়ও।

দুজনের মাঝের নাম আলাদা। কিপারের পুরো নাম অলিভার জর্জ রবিনসন, পেসারের নাম অলিভার এডওয়ার্ড রবিনসন।

 

পেসার রবিনসন ২০ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭৬টি। সবশেষ খেলেছেন তিনি এই বছরের শুরুতে ভারত সফরে। চলতি সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়নি।

 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরিতে কিপার রবিনসনের রান ৩৭.২৬ গড়ে ৪ হাজার ১৭৪। ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড় প্রায় ২ হাজার রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৮৬.২২!