NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নির্বাচন-পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে ১০ শিশুর মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

নির্বাচন-পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে ১০ শিশুর মৃত্যু

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) আজ সোমবার বলেছে, মোজাম্বিকের নিরাপত্তা বাহিনী নির্বাচন-পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১০ শিশুকে হত্যা করেছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে। স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টি গত ৯ অক্টোবরের ভোটে জয়ী হলেও বিরোধীরা তা মেনে নেয়নি, এর পর থেকে আফ্রিকার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। 

সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ পুলিশের কঠোর দমন নীতির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এক বিবৃতিতে বলেছে, ‘১৩ বছর বয়সী একটি মেয়েশিশু টিয়ার গ্যাস এবং বন্দুকের গুলি থেকে পালাতে লোকজনের ভিড়ে লুকিয়ে ছিল, কিন্তু একটি গুলি এসে তার ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মেয়েটি।’

 

অধিকার গোষ্ঠীটি আরো বলেছে, ‘তারা বিক্ষোভের সময় বন্দুকের গুলিতে নিহত হওয়া আরো নয় শিশু এবং কমপক্ষে ৩৬ জন শিশু আহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। তবে কর্তৃপক্ষ এইচআরডাব্লিউর দাবির কোনো জবাব দেয়নি।

 

এইচআরডাব্লিউ বলেছে, ‘পুলিশ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে শত শত শিশুকে, অনেক ক্ষেত্রে তাদের পরিবারকে না জানিয়েই কয়েক দিন ধরে আটকে রাখে।’ 

দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি গত সপ্তাহে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন পুলিশ বাহিনীর সদস্য।’ তিনি আরো বলেন, ৬৬ জন পুলিশসহ ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

 

সিভিল সোসাইটি গ্রুপগুলো আরো বেশি মৃত্যুর সংখ্যা রেকর্ড করেছে। তারা বলছে, বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকে ৬৭ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আনুমানিক ২ হাজার জনকে আটক করা হয়েছে।

সূত্র : এএফপি