সৌদি আরবের জেদ্দায় মেগানিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তিন বছর হওয়া এই মেগানিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। এর মধ্যে বাংলাদেশের আছেন ১২ জন ক্রিকেটার। আজকের নিলামে বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা।
খবর প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৩৭ পিএম
সৌদি আরবের জেদ্দায় মেগানিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তিন বছর হওয়া এই মেগানিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। এর মধ্যে বাংলাদেশের আছেন ১২ জন ক্রিকেটার। আজকের নিলামে বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা।
আইপিএলের ১৮তম আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১৫৮৪ ক্রিকেটার। সেখান থেকে ৫৭৪ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি। বাংলাদেশ থেকেও ১৩ জন নিবন্ধন করেন।
১২ জনের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব ৯, মুস্তাফিজ ৭ এবং লিটন ১ মৌসুম আইপিএলে খেলেছেন।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত মৌসুম খেলেছেন সাকিব। এর মধ্যে ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেন তিনি।
২০১৬ সালে আইপিএল অভিষেকের পর পাঁচবার আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সবশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা গেছে মুস্তাফিজকে।
২০২৩ সালে কলকাতার হয়ে খেলেছেন লিটন। মাত্র এক ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি এই উইকেটরক্ষক-ব্যাটার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য এক কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ।
ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মাহেদি, তানজিম, হাসান ও রানা।
২৪ ও ২৫ নভেম্বর এবারের আইপিএলের মেগানিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।