NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোহলির সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা ভারতের, বড় লক্ষ্য পেল অজিরা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:২৮ পিএম

কোহলির সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা ভারতের, বড় লক্ষ্য পেল অজিরা

বোর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে বিরাট কোহলির সেঞ্চুরির পর ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতেই অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছে বুমরার দল। 

অবশেষে তিন ফরম্যাটের ক্রিকেটে ২৯ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। ১৩৫তম ওভারে লাবুশেনের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার।

তার টেস্ট ক্যারিয়ারে এটি ৩০তম সেঞ্চুরি। আর সব ধরনের ক্রিকেটে ৮০তম। 

 

ভারত ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৬ উইকেটে ৪৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৫৩৪ রান করতে হবে।

 

 

বিরাট কোহলির আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়ালও। ১৬১ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালকে যোগ্য সঙ্গ দিয়েছেন লোকেশ রাহুল। খেলেছেন ৭৭ রানের ইনিংস।

 

 

জয়ের জন্য ৫৩৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে এর আগে কেউ জেতেনি। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।