NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউনাইটেডের ভাগ্য বদলানোর সঠিক ব্যক্তি আমি : আমোরিম


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৩:১২ এএম

ইউনাইটেডের ভাগ্য বদলানোর সঠিক ব্যক্তি আমি : আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ রুবেন আমোরিম ক্লাবের ভাগ্য ঘুরিয়ে দিতে পারবেন বলে বিশ্বাস করেন। সেই সঙ্গে ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবেন বলেও দৃঢ় বিশ্বাস নতুন দায়িত্ব নেওয়া এই কোচের। এ জন্য নিজেকেই ‘সঠিক ব্যক্তি’ মনে করেন তিনি। তবে বলেছেন, এ জন্য সময় লাগবে তার।

 

গেল অক্টোবরে বাজে পারফরম্যান্সের জেরে বরখাস্ত হন এরিক টেন হাগ। আড়াই বছরের চুক্তিতে তার স্থলাভিষিক্ত করা হয় ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ কোচকে।  

স্পোর্টিং লিসবনের হয়ে পর্তুগালের লিগে দারুণ সাফল্য পাওয়া এই কোচ নিজেকে দেখেন একজন ‘স্বপ্নবাজ’ হিসেবে। গতকাল তার প্রথম সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে তিনি বললেন, ইউনাইটেডকে আবারও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে পারবেন তিনি।

 

 

‘আমি কিছুটা স্বপ্নদর্শী। আমার নিজের ও ক্লাবের ওপর বিশ্বাস আছে। আমি মনে করি, আমাদের একই ভাবনা, একই মানসিকতা, যা লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি সত্যিই খেলোয়াড়দের বিশ্বাস করি, আমি জানি আপনি অনেক কিছু বিশ্বাস করেন না, কিন্তু আমি করি।

আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আপনারা মনে করেন এটা সম্ভব না, কিন্তু আমি করি...আমি বিশ্বাস করি যে আমি সঠিক সময়ে সঠিক লোক। আমি সত্যিই বিশ্বাস করি আমিই সঠিক লোক।’ 

 

তবে তার জন্য সময় চান স্পোর্টিং লিসবনে চার বছর কাটানো আমোরিম। তিনি জোর দিয়ে বলেছেন লিগ শিরোপার চ্যালেঞ্জ জানাতে দলে পরিবর্তন আনবেন।

 

‘আমি জানি ম্যানচেস্টার ইউনাইটেডে আমাদের অনেক ম্যাচ জিততে হবে। তার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন, কারণ এটি একটি কঠিন লিগ, শিরোপা জিততে আমাদের অনেক উন্নতি করতে হবে।’

‘আমাদের দলে পরিবর্তন আনতে হবে। আমি জানি না তার জন্য কত সময় লাগবে।’ যোগ করেন তিনি। 

বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলে ইউনাইটেড ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে। ১৭ নম্বরে থাকা ইপ্সউইচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইউনাইটেড ডাগ আউটে আমোরিম অধ্যায়।