NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় : শাকিব খান


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় : শাকিব খান

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার সুযোগ থাকে, এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে একথা বলেন অভিনেতা। মুক্তির এক সপ্তাহ পর রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড একনল-এর সৌজন্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলো ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়। নিজের সিনেমা দেখতে হাজির হন শাকিব খান।

সঙ্গী ছিলেন ইন্ডাস্ট্রির নামিদামি সব তারকা।

 


 

বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে।

ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’

 

5
‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খান

বিদেশি নায়িকাদের সাথে কাজের প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না।

যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’

 

শাকিব খান ও একঝাঁক তারকার উপস্থিতিতে বিশেষ প্রদর্শনীটি হয়ে ওঠে উৎসবমুখর। জমজমাট এই ইভেন্টে শাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মতো জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ।