NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

তাসকিনের জোড়া আঘাত


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪২ পিএম

তাসকিনের জোড়া আঘাত

ভাগ্যের খেলায় জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ককে উইকেট ভাগ্য এনে দিতে পারছিলেন না তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা।

অ্যান্টিগায় শুরুতেই উইকেট পেতে যখন মরিয়া বাংলাদেশের পেসাররা তখন ধৈর্যশীল ব্যাটিংযে মনোযোগী ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও মিখাইল লুইস। ১৩ ওভার পর্যন্ত জুটি ভাঙতে দেননি দুজনে।

উইকেট না পেলেও চাপটা অবশ্য ঠিক দিয়ে রাখছিলেন হাসান মাহমুদ-শরীফুলরা। রানের চাকা লাগাম দিয়ে। তবে বাংলাদেশের উইকেটের অপেক্ষাটা আর খুব বেশি দীর্ঘায়িত হতে দেননি তাসকিন।

 

১৪তম ওভারের তৃতীয় বলে জুটি ভাঙেন তাসকিন।

উইকেটটিতে অবশ্য আম্পায়ারের কিছুটা সহায়তাও পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রাফেটকে ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউ করেন বাংলাদেশি পেসার। দলীয় ২৫ রানে ব্রাফেট ড্রেসিংরুমে ফেরার আগে রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলের বলি হন তিনি।

 

ফিরতি ওভারে আরেকটি উইকেট নিয়ে বাংলাদেশের আনন্দ দ্বিগুণ করেন তাসকিন।

এবার তার শিকার কেসি কার্টি। ৮ বলে ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি। তাসকিনের বল ফ্লিক করতে গেলে এজড হয়ে মিড উইকেটে তাইজুলের হাতে ধরা পড়েন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। 

 

প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৬ রান। ওপেনার লুইসের ৩২ রানের বিপরীতে ১০ রানে অপরাজিত আছেন কেভম হজ।