NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

শাকিব খানের `দরদ’ সিনেমা নিউইয়র্কে প্রসংশা কুড়াচ্ছে


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৮:৩৮ এএম

শাকিব খানের `দরদ’ সিনেমা নিউইয়র্কে প্রসংশা কুড়াচ্ছে

বায়োস্কোপ ফিল্মস এর আয়োজনে ৪৮তম সিনেমা ‘দরদ’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের দুই মুভি থিয়েটার কুইন্সের কিউ গার্ডেন সিনেমাস এবং লং আইল্যান্ডের শো কেস সিনেমাস ডি লাক্স ব্রডওয়ে তে ‘দরদ’ শুভমুক্তি পেয়েছে। পরের এক সপ্তাহ জুড়ে প্রতিদিন ৩/৪ টি শো নিয়ে চলবে সিনেমাটি।

সাকিব খানের `দরদ’ সিনেমা নিউইয়র্কে প্রসংশা কুড়াচ্ছে। ‘দরদ’ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ভারতের সোনাল চৌহান। এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র। দরদ সিনেমায় মিউজিক ডিরেক্টর ও হিন্দি ভার্সনের কথা লিখেছেন আরাফাত মেহমুদ এবং বাংলা ভার্সনের কথা লিখেছেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং সুদীপ কুমার দীপ। সারেগামাপা খ্যাত মাইনুল আহসান নোবেল দরদ সিনেমার গানে কন্ঠ দিয়েছেন।

দুই ঘন্টা বত্রিশ মিনিটের চিত্রনাট্যের প্রেক্ষাপট বারাণসী শহর। সেখানে হঠাৎ করে একের পর এক খুন হতে চলল। দেখা গেল, একজন সিনেমা তারকা ও প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। পরপর খুন হতেই নড়ে বসে শহরের পুলিশ, শুরু হয় পুলিশি তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক, সাধারন একজন মানুষ। সেই কি এইসব ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে? এর সমাধান খুজতেই দর্শকদের নিঃশ্বাস চেপে পার হয়ে গেছে শেষের দুই ঘন্টা সময়। প্রেম ভালোবাসার গল্পের মোড়কে এক সাইকোথ্রিলানের কাহিনী এই “দরদ” সিনেমার। যেখানে রোমান্স, সাস্পেন্স, মিস্ট্রি মিলিত অভিনয়ে নায়ক শাকিব খান অনবদ্য এক স্বাক্ষর রেখেছেন। প্রচন্ড আবেগময় শেষ দৃশ্যে সাকিব খানের পরিপক্ক অভিনয় প্রমাণ রেখেছে অভিনয় জগতের আজকের অবস্থান সম্পর্কে।

ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বড় পরিসরের সিনেমা ‘দরদ’ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। দেশের সত্তরটি সিনেমা হলে মুক্তি পেয়েছে “দরদ”। উত্তর আমেরিকার নিউ ইয়র্ক, লস এন্জেলেস, সান ফ্রানসিসকো, বোস্টন, হার্টফোর্ড, কানেকটিকাট সহ পর্যায় ক্রমে বেশ কয়েকটি শহরে চলবে “দরদ”। গত শুক্রবার  সন্ধ্যায় কিউ গার্ডেনস এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন – আজকাল সম্পাদক  ও গোল্ডেন এজ   গ্রুপ এর কর্ণধার শাহনেওয়াজ, বর্ষীয়ান শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ, দর্শক নন্দিত চিত্র নায়িকা মন্দিরা চক্রবর্তী, ভোয়েস অফ আমেরিকার প্রাক্তন সাংবাদিক আকবর হায়দার কিরন সহ আরো অনেকে।  অন্যান্যের মধ্যে  উপস্তিত ছিলেন নিউ ইয়র্কের প্রিন্ট টিভি এবং অনলাইন মিডিয়া’র বিশিষ্ট সাংবাদিকবৃন্দ – প্রথম আলো উত্তর আমেরিকা’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, মোহাম্মদ সাইদ, মনোয়ারুল ইসলাম, মনজুরুল হক, রাশেদ আহমেদ, গ্যালাক্সী মিডিয়ার বদরুদ্দোজা সাগর , শো টাইম মিউজিক এর আলমগির আলম,  আবীর আলমগীর,   আহসান হাবিব, অনিক রাজ, বেলাল আহমেদ, তোফাজ্জল  লিটন,মোহাম্মদ রশিদ, আবুল কাশেম, ইউ টিউব ব্লগার এবং সাকিব ভক্ত ফারজানা – সহ বহু সাংবাদিক বৃন্দ। সবাইকে স্বাগত জানিয়ে বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন , “আজ আমাদের ৪৮ তম পরিবেশনায় আপনাদের কাছে পেয়ে, আমাদের এতো বন্ধুদের কাছে পেয়ে আমরা আনন্দিত। মেগা স্টার শাকিব খান এর আরো একটি উল্লেখ যোগ্য কাজ আমরা আজকে দেখবো। আমার দৃঢ় বিশ্বাস , দরদ আমেরিকা প্রবাসী বাংলা ছবির দর্শকদের মন ছুয়ে যাবে। ” সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও ব্যবস্থাপনা সম্পাদক ছবিটির ব্যবসায়িক সাফল্য কামনা করেন।