‘পঞ্চপান্ডবের’ কোনো একজনকে ছাড়া প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়া টেস্ট ম্যাচ খেলে এবারই প্রথম স্কোয়াডেই নেই এই ৫ জনের কেউই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় তাই ‘বড় ভাইদের’ ছাড়াই খেলতে হবে বাংলাদেশ। মাথার উপর ছায়া হিসেবে তাদের না পাওয়ায় কঠিন পরীক্ষাই দিতে হবে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের।