NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

অভিজ্ঞদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আত্মবিশ্বাসী মিরাজ


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২০ পিএম

অভিজ্ঞদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আত্মবিশ্বাসী মিরাজ

‘পঞ্চপান্ডবের’ কোনো একজনকে ছাড়া প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়া টেস্ট ম্যাচ খেলে এবারই প্রথম স্কোয়াডেই নেই এই ৫ জনের কেউই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় তাই ‘বড় ভাইদের’ ছাড়াই খেলতে হবে বাংলাদেশ। মাথার উপর ছায়া হিসেবে তাদের না পাওয়ায় কঠিন পরীক্ষাই দিতে হবে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের।

সঙ্গে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। একই কারণে স্কোয়াডে থাকা হয়নি মুশফিকেরও। তবে সিনিয়ররা না থাকলেও সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মিরাজ আশাবাদী ভালো কিছু করবেন তারা।

 

গতকাল সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই অনেক সময় আমাদের খেলতে হয়।

মুশফিক চোটে পড়েছেন। সাকিব জানিয়েছেন তিনি অবসর নিতে যাচ্ছেন। কাজটা কঠিন। তারপরও বিশ্বাস আছে যে ভালো কিছু করতে পারব আমরা।
দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। এমন কন্ডিশনে পারফর্ম করার ভালোই সুযোগ রয়েছে তাদের।’

 

অভিজ্ঞ বলতে শুধু মমিনুল হকই আছেন। অভিজ্ঞদের এ সিরিজে না পেলেও নিজেরা দায়িত্বটা ভালোভাবে সামলাবেন বলে জানিয়েছেন মিরাজ।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামা অলরাউন্ডার বলেছেন, ‘আপনি যা বললেন, আমাদের এখন সিনিয়র খেলোয়াড় নেই। তবে দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞরাও আছে। আমার মতে দুই বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল আমরা। নেতিবাচক কিছু ভাবছি না। নিজেদের খেলার প্রতিই শুধু মনোযোগ দিচ্ছি।’

 

এখন দেখার বিষয় কতটা দায়িত্ব নিতে পারেন মিরাজ-লিটনরা।