NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্টয়নিস ঝড়ে ধবলধোলাই পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ১১:০৫ এএম

স্টয়নিস ঝড়ে ধবলধোলাই পাকিস্তান

পাকিস্তানের ইনিংস শেষেই ফলটা নির্ধারিত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হতে যাচ্ছে তারা। হোবার্টের ম্যাচ শেষে তাই হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে মার্কাস স্টয়নিসের ঝড়ে উড়ে গেছে পাকিস্তান।

 

চার-ছক্কার এই যুগে ১১৭ রানের লক্ষ্য দিয়ে যে জয় পাওয়া মুশকিল। তার ফল হাতেনাতে পেল পাকিস্তান। ম্যাচসেরা স্টয়নিসের ফিফটিতে ৫২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩০ রানে ২ উইকেট নিয়ে শুরুতে পাকিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিতে চাইলেও স্টয়নিস নামার পরে তা মুহূর্তের মধ্যেই মিইয়ে যায়।

২২৫.৯২ স্ট্রাইকরেটে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। তার সমান ৫ চার-ছক্কার দিনে সান্ত্বনার জয়টুকুও পায়নি পাকিস্তান। কারণ প্রথম দুই ম্যাচে হেরেই সিরিজ খুইয়েছিল এশিয়ার দলটি। 

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও পাকিস্তান দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়িছিল।

৪৪ রানের জুটি গড়ে তখন বড় রানের আভাস দিয়েছিলেন বাবর আজম ও হাসিবুল্লাহ খান। কিন্তু ব্যক্তিগত ২৪ রানে উইকেটরক্ষক ব্যাটার হাসিবুল্লাহ আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। 

 

১ উইকেটে ৬১ রান থেকে ১১৭ রানে অলআউট পাকিস্তান। ৫৬ রানে শেষ ৯ উইকেট হারায় এই ম্যাচে বিশ্রামে থাকা পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সতীর্থরা। তার পরিবর্তে নেতৃত্ব দেওয়া সালমান আলি আগা অভিষেকে পরাজয় দেখলেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ছন্দে ফিরতে মরিয়া বাবর আজম।

 

প্রতিপক্ষকে অল্পতে আটকাতে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন ৩ ‍উইকেট নেওয়া অ্যারন হার্ডি এবং সমান ২ টি করে উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা ও স্পেনসার জনসন। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাঁহাতি পেসার স্পেনসার। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধও যেন নিল অস্ট্রেলিয়া।