দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ সুমি। প্রথম সিনেমাতেই সবার নজর কেড়েছেন এই অভিনেত্রী। সিনেমা ছাড়াও শোবিজের অন্যান্য প্লাটফর্মে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী।
খবর প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:৫৯ পিএম
দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ সুমি। প্রথম সিনেমাতেই সবার নজর কেড়েছেন এই অভিনেত্রী। সিনেমা ছাড়াও শোবিজের অন্যান্য প্লাটফর্মে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, তিন মাস আগে গুলশানের নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম।
অভিনেত্রী অভিযোগ করেন, অফিস থেকে বের হওয়ার পরেও তার পিছু নিয়েছিলেন সেই পরিচালক।
রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে শোবিজে নাম লেখান সুমি। একই সময়ে অভিনয় করেন সালাহউদ্দিন লাভলুর নাটক ‘সোনার পাখি রুপার পাখি’তে। এটি ছিল তার প্রথম নাটক। এরপর ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন।