NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিবাহবার্ষিকীতে দীপিকার সঙ্গে রণবীরের অদ্ভুত কাণ্ড


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ১১:১৪ এএম

বিবাহবার্ষিকীতে দীপিকার সঙ্গে রণবীরের অদ্ভুত কাণ্ড

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের আজ (১৪ নভেম্বর) বিবাহবার্ষিকী। ২০১৮ সালের আজকের দিনে তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। বিবাহবার্ষিকীর সকালে তাই সোশ্যাল মিডিয়ায় রণবীর একসঙ্গে ১৫টি ছবি প্রকাশ করেছেন। কিন্তু এ ছবির একটিতেও রণবীর নেই। শুধু দীপিকাকেই দেখা যাচ্ছে। সবাই এটিকে অদ্ভুত কাণ্ড বলছেন।

আজ সকালে রণবীর তার ইনস্টাগ্রামে এ ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন। এ সিরিজের প্রথমটিই একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে পানি চলে আসছে তার, তোয়ালে দিয়ে মুখ মুছে নিচ্ছেন। লাল হয়ে যাচ্ছে তার গাল। আবার হাসছেন। রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন , সোনু নিগমের কণ্ঠে একটি গান, ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে’। বোঝাই যাচ্ছে স্ত্রীর এ হাসিই তিনি দেখতে চান সারাজীবন।

 

বিবাহবার্ষিকীতে দীপিকার সঙ্গে রণবীরের অদ্ভুত কাণ্ড

রণবীর পোস্টে দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, ‘প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি’।

 

২০১৮ সালে রণবীর-দীপিকা বিয়ের আসর বসেছিল ইতালির লেক কোমোতে। পরে অবশ্য দেশে ফিরে বড় ধরনের আয়োজন করেছিলেন এ দম্পতি। পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে রণবীর নিজের মতো মেয়ের সঙ্গেও দীপিকার কোনো ছবি শেয়ার করেননি।

২০১৩ সালের সঞ্জয় লীলা ভানশালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন রণবীর-দীপকা। তারপর ২০১৫ সালে তাদের ভানশালীর ‘বাজিরাও মস্তানি’ সিনেমায় দেখা যায় এ তারকা যুগলকে। তারপরই বিবাহ। সেই বিয়েও পেরিয়ে গেল পাঁচটি বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

 

 

প্রেম হোক বা দাম্পত্য, রণবীর সব সময়ই ‘ট্রেন্ড’ তৈরি করে থাকেন। এক ভক্ত তাই মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমার মনের মানুষটিও যদি এই এভাবে আমার ছবি পোস্ট না করে, যেন আমাকে ছাড়া শ্বাসই নিতে পারে না, তাহলে আর সে কী করল?’