বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে উঠছে রাফিনিয়ার গায়ে।
বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ফর্মে আছেন। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন তিনি।