NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

তিলকের অভিষেক সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়ে জিতল ভারত


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৩৯ এএম

তিলকের অভিষেক সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়ে জিতল ভারত

দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামীকাল শুক্রবার শেষ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সূর্যকুমার যাদবের দলের। দক্ষিণ আফ্রিকা জিতলে ড্র হবে সিরিজ। 

গতকাল বুধবার সেঞ্চুরিয়ান সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত।

জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করলে ১১ রানে হেরে যায় মারক্রামের দল।

 

সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় ভারত। তবে এর পর সামলে নেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা।  দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি করেন দুজন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি (২৫ বলে ৫০) হাঁকিয়ে অভিষেক আউট হলেও তিলক খেলেন অপরাজিত ১০৭ রানের দুদান্ত ইনিংস। ৭ ছক্কা ও ৮ চারে ইনিংসটি সাজান তিলক। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৮ ও রমনদ্বীপ সিংয়ের ১৫ রানের সুবাদে ২১৯ রান তুলে ভারত। 

 

এ ম্যাচে ২০০ রান করেই বিশ্বরেকর্ড করে ভারত।

চলতি বছরে মোট ৮ বার ২০০ রান করেছে ভারতীয়রা। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

 

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৮৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি করেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। মিলার আউট হন ১৮ বলে ১৮ রান করে।

ক্লাসেন করেন ২২ বলে ৪১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র ফিফটি করেন মার্ক জানসেন। ৫ ছক্কা ৪ চারে ১৭ বলে ৫৪ রান করেন তিনি। এতে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

 

ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদ্বীপ সিং। বরুণ নেন ২টি।