NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

শুক্রবার শাকিবের ‘দরদ’ মুক্তি, অগ্রিম টিকিট বিক্রি শুরু


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ০৯:১৭ পিএম

শুক্রবার শাকিবের ‘দরদ’ মুক্তি, অগ্রিম টিকিট বিক্রি শুরু

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্রতিক্ষিত সিনেমা ‘দরদ’। প্যান ইন্ডিয়ার এই ছবিটি শুধু বাংলাদেশই নয়, মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২০ টি দেশের ৪০০ প্রেক্ষাগৃহে। এমন দাবি পরিচালক অনন্য মামুনের। যদিও দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা থমথমে।

 এই সময়ে বড় বাজেটের 'দরদ' মুক্তি দেয়া হচ্ছে সেটা অনেকটাই চ্যালেঞ্জিং। যদিও সম্প্রতি প্রিয়তমা ও তুফান ছবির সাফল্যে পেয়েছেন এই তারকা। তারই ধারাবাহিকতায় শুক্রবার 'দরদ' মুক্তি ঘিরে সিনেমাগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

 

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২ শো চলবে 'দরদ'র। এর ওয়েব সাইট চেক করে দেখা যায়, বুধবার দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাউয়ার, সনি, সীমান্ত সম্ভাবে প্রথমদিনের শো-গুলোর অধিকাংশ টিকেট সেল হচ্ছে।

এছাড়া, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকেট।

তারা জানান, ওপেনিং ডে'র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোষ্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকেটে এতো রেসপন্স আশাই ছিল না।

 

ঢাকার বাইরে বগুড়ার মধুবন এবং চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। মধুবনের ব্যবস্থাপক ইউনুস রুবেল জানান, ঢাকার বাইরে অ্যাডভান্স বুকিং ট্রেন্ডের সঙ্গে দর্শক ওতটা পরিচিত না।

শুরুর দিকে শাকিব খানের ফ্যানরা ভিড় করে।  রিলিজের পর দর্শকদের রিভিউ ভাল হলে হলে ভিড় বাড়তে থাকে। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে 'দরদ' হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সুগন্ধা হলের ব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, 'দরদ' ট্রেলার ভালো লেগেছে। কেউ খারাপ বলেনি। বুধবার থেকে অগ্রিম টিকেট দিচ্ছি। ঈদ ছাড়া শাকিবের এমন ছবি আসছে এটা আমাদের জন্য পাওয়া। তুফানের পর মানুষ আর সিনেমার বিনোদন পায়নি। সবমিলিয়ে আশাবাদী।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই 'দরদ' দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি মুক্তি পাচ্ছে 'দরদ'। তিনি বলেন, ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যে ৮০টি হল চুড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক 'দরদ' দেখলে খারাপ বলতে পারবেন না।