NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

দুবাইয়ে নির্মিত হচ্ছে প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১১ এএম

দুবাইয়ে নির্মিত হচ্ছে প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন

দুবাই তাদের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মাণ শুরু করার কথা ঘোষণা করেছে। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান এক্সে জানিয়েছেন, এই স্টেশনটির পরিসর হবে তিন হাজার ১০০ বর্গকিলোমিটার, যার মাধ্যমে প্রতিবছর ৪২ হাজার অবতরণ ও ১৭ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।

প্রথম পর্যায়ে ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা এলাকাগুলোতে স্টেশনগুলো স্থাপন করা হবে। ২০২৬ সালে এ সেবা শুরু হবে।

 

তিনি বলেন, ‘দুবাই তার অটুট প্রতিশ্রুতি, উদ্ভাবন, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী যাতায়াতব্যবস্থার ভবিষ্যৎ গঠন করে যাচ্ছে।’

ভ্রমণের সময় কমে ১০ মিনিটে
এই উড়ন্ত ট্যাক্সিগুলো দুবাইয়ের কিছু ব্যস্ততম এলাকার মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে।

কম খরচের এসব যাত্রায় মাত্র ১০ মিনিট ব্যয় হবে।

 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম দুবাইয় সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) পরিবহনব্যবস্থা বিভাগের পরিচালক খালেদ আল আওয়াধির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই এয়ার ট্যাক্সিগুলো প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চারজন যাত্রী ও একজন পাইলট বহন করতে সক্ষম। এর মানে হচ্ছে, যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাল্ম জুমেইরাতে ১০-১২ মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন, যেখানে গাড়িতে একই পথে ৪৫ মিনিট সময় লাগে।

আরটিএ, জবি এভিয়েশন ও স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচারের সম্মিলিত সহযোগিতায় এই এয়ার ট্যাক্সি প্রকল্পটি তৈরি হচ্ছে, যার মাধ্যমে দুবাই বিশ্বের প্রথম শহর হিসেবে শহরের ভেতরে আকাশপথে যাতায়াতব্যবস্থা চালু হবে।

 

ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা—এই চারটি ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং পোর্টকে (ভার্টিপোর্ট) শহরের মূল হোটেলগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে। তবে জবি এভিয়েশনের পরিকল্পনায় বলা হয়েছে, এয়ার ট্যাক্সি শেষ পর্যন্ত শহরে বাসের মতোই সাধারণ হয়ে উঠবে। ভার্টিপোর্ট হলো এমন একটি নির্দিষ্ট এলাকা, যেখানে উল্লম্বভাবে উঠতে ও নামতে সক্ষম বিমান চলাচল করতে পারে।

এ ছাড়া এই এয়ার ট্যাক্সিগুলোর মাধ্যমে ভবিষ্যতে দুবাই ও আবুধাবির মধ্যে আন্ত শহর যাতায়াতব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে।

এর আগে আরটিএ সেপ্টেম্বর মাসে নিশ্চিত করেছিল, প্রথম চারটি ভার্টিপোর্টের মধ্যে প্রথমটি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে চালু হবে।

পরে অক্টোবর মাসে দুবাই পাবলিক পার্কিং গ্রুপ ঘোষণা করে, তারা ভার্টিপোর্টে পার্কিং সুবিধা তৈরি করবে, যাতে যাত্রীরা তাদের গাড়ি পার্ক করে এয়ার ট্যাক্সি আসার পর যাত্রা শুরু করতে পারে।

 

সূত্র : আল অ্যারাবিয়া