NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে কেন্দ্র নিলাম করে নিলাম অনেক আগেই শেষ হয়েছে। আজ টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সূচি প্রকাশ করেছে।

55

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৩০ ডিসেম্বর।

প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। একই দিনে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচ শুরু হবে ১টা ৩০ মিনিটে। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে ২টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

 

৭ দলের বিপিএল হবে তিন ভেন্যুতে। শুরুটা ঢাকায় হয়ে সিলেটে যাবে দলগুলো।

সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু। আর শেষটা ঢাকাতেই হবে। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। সিলেটে হবে ১২ ম্যাচ। সমান ম্যাচ হবে চট্টগ্রামে।
ফাইনালসহ বাকি সব ম্যাচ হবে ঢাকায়। ৭ ফেব্রুয়ারি বিপিএলের পর্দা নামবে।