জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। নির্মাণ শেষে এটি এখন ঘুরছে দেশের বাইরের নানা উৎসবে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশে ঘুর এসেছে। পেয়েছে প্রশংসা।
খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ এএম
জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। নির্মাণ শেষে এটি এখন ঘুরছে দেশের বাইরের নানা উৎসবে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশে ঘুর এসেছে। পেয়েছে প্রশংসা।
কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।
‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। সিনেমাটির অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে সুখবরটি জানান।
এ ছাড়া মেহজাবীনের এই সিনেমাটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভালেও নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৯ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবটি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।