NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বব দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

বব দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই

বব দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই নিউ ইয়র্ক প্রবাসী এবং অত্যন্ত সুপরিচিত বব দেবাশীষ দাস বাবলু কিছুক্ষন আগে পরলোক গমন করেছেন। গতকাল মেমোরিয়াল স্লোন কিটারিং ক্যান্সার হাসপাতাল থেকে তাঁকে ব্রন্কসের এক রিহেবে স্থাানান্তর করা হয়। লাংগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র কয়েক মাসের মধ্যে লড়াই করে শেষ পর্যন্ত জীবনের অধ্যায় শেষ হয়ে গেলো। বব দাসের বাল্যবন্ধু আবু নছর মিনার আটলান্টিক সিটির পরিবারকে রেখে দিনের পর দিন তাঁর কস্টের সময় কাটিয়েছেন শেষ মুহুর্ত পর্যন্ত। বব দাসের বয়স হয়েছিলো ৬৪ বছর।বব দেবাশীষ দাস বাবলু ৯৪ সালে নিউ ইয়র্ক প্রবাসী হন স্ত্রী রুমা দাস সহ। ফেনীর মাস্টার পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান অত্যন্ত সবার কাছে সর্বজন প্রিয় ছিলেন শৈশব থেকে। ফেনী সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রতিস্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। নিউজ পোর্টাল গ্লোব বাংলা ডটকম এর প্রধান সম্পাদক ছিলেন । তিনি গুরুচক্র পরিবার ইউএসএস ইনক এর প্রতিস্ঠাতা সভাপতি ছিলেন।  বব দাসের স্ত্রী রুমা দাসের চতুর্থ প্রয়ান দিবস আগামীকালের মুহুর্তে তিনিও স্মৃতি হয়ে গেলেন। তাঁদের একমাত্র অটিস্টিক সন্তান জয় এখন মা বাবা ছাড়া একেবারে অন্য জগতে।  এই শোকের সংবাদ শুনে কল কেথেন প্রবাসের অন্যতম প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও তাঁর স্ত্রী অত্যন্ত অশ্রু ভারাক্রান্ত হয়ে । সাংবাদিক লেখক আনোয়ার শাহাদাত কল করে কান্নায় ভেংগে পড়েন। সাকিল মিয়ার গ্রাফিক্স ওয়ার্ল্ডে প্রিয় জায়গা ছিলো ববের কিন্তু সেখানেই তাঁর প্রয়ানের খবরটা সেখানেই এলো। বছরের পর বছর সাকিল মিয়ার ইফতার পার্টিতে অন্যতম অতিথি বব এখানে আর আসবেননা। তাঁর অন্তেস্টিক্রিয়া কোনদিন এবং কোথায় হবে তা সিদ্ধান্ত হলে যথাসময়ে জানানো হবে।