NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

লেবাননে পেজার বিস্ফোরণ : দায় স্বীকার নেতানিয়াহুর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৫৮ এএম

লেবাননে পেজার বিস্ফোরণ : দায় স্বীকার নেতানিয়াহুর

সেপ্টেম্বরে লেবানন ও সিরিয়ায় মারাত্মক পেজার হামলার জন্য সবুজসংকেত দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে বলে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে।  

গত সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণে ৪০ জন ‍নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান। বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও নেতানিয়াহু সরকার এর সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা থেকে বিরত ছিল।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল তাদের যুদ্ধ শুরুর কয়েক দিন আগে এ ঘটনা ঘটেছিল। 

 

হিজবুল্লাহ পেজার বিস্ফোরণকে ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের প্রায় এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।

নেতানিয়াহু গতকাল রবিবার (১০ নভেম্বর) নিশ্চিত করেছেন, তিনি লেবাননে পেজার অপারেশনের জন্য সবুজসংকেত দিয়েছিলেন। তার মুখপাত্র ওমের দস্তরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু গতকাল রবিবার মন্ত্রিসভার বৈঠকের সময় বলেছিলেন, ‘প্রতিরক্ষা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরোধিতা এবং রাজনৈতিক দলের ব্যক্তিদের বিরোধিতা সত্ত্বেও পেজার অপারেশন এবং নাসরাল্লাহকে নির্মূল করা হয়েছিল।’ হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

 

নেতানিয়াহুর বিবৃতিটি স্পষ্টতই ইয়োভ গ্যালান্টের প্রতি উপহাস ছিল। আস্থার অভাবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর।

 

 


 

লেবাননের শ্রমমন্ত্রী তার দেশে পেজার বিস্ফোরণের জন্য জাতিসংঘের শ্রম সংস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর কয়েক দিন পরেই ইসরায়েলের পক্ষ থেকে এই নিশ্চিতকরণটি এলো।

শ্রমমন্ত্রী মোস্তফা বায়রাম জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থায় ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে তিনি জেনেভা গিয়েছিলেন। বায়রাম বলেন, ‘পেজার বিস্ফোরণে নিহতের সংখ্যা প্রথম প্রতিবেদনের চেয়ে বেশি। এই হামলায় কয়েক মিনিটের মধ্যে চার হাজারের বেশি বেসামরিক শহীদ এবং আহত বা পঙ্গুত্ব বরণ করেছিল।

 

তিনি আরো বলেন, ‘যুদ্ধ এবং সংঘাতের এই পদ্ধতিটি অনেকের জন্য পথ খুলে দিতে পারে, যারা আন্তর্জাতিক মানবিক আইন এড়িয়ে যুদ্ধের এই পদ্ধতিটি গ্রহণ করেছে।’

তিনি বলেছেন, ‘অভিযোগের পরিণতি কী হবে জানি না। অন্তত আমরা এই বিপজ্জনক পদ্ধতির বিরুদ্ধে কথা বলার এবং সতর্ক করার জন্য আমাদের আওয়াজ তুলেছি। এ ধরনের বিপজ্জনক পদ্ধতি মানব সম্পর্কের ওপর আঘাত এবং সংঘাতের দিকে নিয়ে যায়।’

সূত্র : দি ইনডিপেনডেন্ট।