NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৬ এএম

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ খেলবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে।

আগেই জানা গিয়েছিল কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

তার বদলে দলে নেওয়া হয়েছে জাকির হাসানকে। তাসকিনের বদলি হিসেবে খেলছে নাহিদ রানা।

 

আগের দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় আজকের ম্যাচে যে দল জিতেছে সিরিজ তাদেরই হবে। 

বাংলাদেশ একাদশ: 

তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, জাকির হাসান, নাহিদ রানা, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ  (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও  মুস্তাফিজুর রহমান।

 

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফর, ফজল হক ফারুকী।