যা মোট মৃত্যুর ২৩ শতাংশ।
চলতি বছরে ভর্তি রোগীদের ৪২ হাজার ৬১৮ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭৭৫ জন। ডেঙ্গু আক্রান্তের এ সংখ্যা দেশে তৃতীয় সবোর্চ্চ।
এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৬৪২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৭৪ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯২২ জন।
এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি ৬২ হাজার ৩৮২জন ও মৃত্যু ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন ও এদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের।