শারজায় দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে শান্তর দল।
মুশফিকুর রহিমের বদলে খেলবেন উইকেটকিপার জাকের আলী অনিক। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে।
প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফর, ফজল হক ফারুকী।