বেবী নাজনীনের প্রথম পরিচয় তিনি সংগীতশিল্পী, গান দিয়ে দেশজুড়ে পেয়েছেন জনপ্রিয়তা। তবে বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে নানা বঞ্চনার শিকার হয়েছেন। স্বাচ্ছন্দ্যে গাইতে পারেননি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা দেশের মঞ্চে। অগত্যা ২০১৮ সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান গায়িকা।