NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

১৩১ বছরের যে রেকর্ড ভেঙে ট্রাম্পের প্রত্যাবর্তন


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম

১৩১ বছরের যে রেকর্ড ভেঙে ট্রাম্পের প্রত্যাবর্তন

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অর্থাৎ চার বছর পর আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করছেন এই রিপাবলিকান।

২০১৬ সালের প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরের নির্বাচনে পরাজিত হন।

এবারের চেষ্টায় অবশ্য সাফল্য পেয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২৭৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে লাগে যেখানে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।

 

এবারের জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এমন প্রত্যাবর্তনের গল্প খুব কম প্রেসিডেন্টই লিখেছেন, ট্রাম্পের আগে মাত্র একজন।

 

দ্য হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, ট্রাম্পের আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন নজির গড়েছিলেন। নির্বাচনে হেরে আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই ডেমোক্র্যাট।

১৮৯৩ সালে তিনি এই ইতিহাস গড়েছিলেন। ১৮৮৫ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হন ক্লিভল্যান্ড। দেশটির ২২ ও ২৪তম প্রেসিডেন্ট তিনি।