সালমান খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেই বেশি চর্চায় তিনি। একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও সেই পাঠ চুকিয়ে নিজেকে আড়াল করেছেন বহু আগে। সালমান খানের বিরুদ্ধেও এনেছেন একের পর এক অভিযোগ। শারীরিক অত্যাচারের কারণেই সালমানকে ছেড়েছেন বলেই দাবি করেছেন একাধিকবার।
খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৫৬ এএম
সালমান খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেই বেশি চর্চায় তিনি। একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও সেই পাঠ চুকিয়ে নিজেকে আড়াল করেছেন বহু আগে। সালমান খানের বিরুদ্ধেও এনেছেন একের পর এক অভিযোগ। শারীরিক অত্যাচারের কারণেই সালমানকে ছেড়েছেন বলেই দাবি করেছেন একাধিকবার।
বিগত কয়েক দিন ধরে একাধিক খুনের হুমকি আসছে সালমান খানের কাছে। তার পর থেকে নড়েচড়ে বসেছেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। দীর্ঘ আট বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। সোমি প্রায় সময়ই সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আবার কখনো প্রাক্তন প্রেমিকের পক্ষও নিচ্ছেন।
সোমির দাবি, প্রয়াত অভিনেতার অটোপসি রিপোর্ট বদলানো হয়েছে। আত্মহত্যা নয়, বরং খুন করা হয়েছে সুশান্তকে। এই লিখিত মন্তব্যের স্ক্রিনশট এখন ভাইরাল ইন্টারনেটে।
সোমির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, কেউ কেউ এটাও বলছেন, শুধু অভিযোগ করাটাই সোমি আলির কাজ।
২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তার ময়নাতদন্ত করেছিলেন মুম্বাইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। অনেকেই মনে করেছিলেন, এটি আত্মহত্যা। আবার অনেকে দাবি করেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সেই বছরেরই অক্টোবরে ‘এআইআইএমএস’ মেডিক্যাল বোর্ড সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল।