ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আলোচনা করছে, যেখানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েলের সরকারি রেডিওকে বুধবার তিনি বলেন, ‘আলোচনা চলছে, তবে এখনো সময় লাগবে।’
এ ছাড়া ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে মন্ত্রীদের সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তরে সরিয়ে নেওয়া, লেবাননের সেনাবাহিনীকে সীমান্তে মোতায়েন করা, যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ব্যবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো হুমকি দেখা দিলে তারা যেন পাল্টা পদক্ষেপ নিতে পারে।