সময়টা মোটেও ভাল যাচ্ছে না বলিউডের হিট এন্ড ফিট অভিনেত্রী শিল্পা শেঠির। একের পর এক বিতর্ক পিছু করছে তার। প্রায়ই স্বামী রাজ কুন্দ্রার বিষয়ে শিরোনামে আসতে হয় অভিনেত্রীকে। কখনও আবার তদন্তকারী সংস্থার তলব।
খবর প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:০৮ এএম
সময়টা মোটেও ভাল যাচ্ছে না বলিউডের হিট এন্ড ফিট অভিনেত্রী শিল্পা শেঠির। একের পর এক বিতর্ক পিছু করছে তার। প্রায়ই স্বামী রাজ কুন্দ্রার বিষয়ে শিরোনামে আসতে হয় অভিনেত্রীকে। কখনও আবার তদন্তকারী সংস্থার তলব।
প্রতিবেদন অনুসারে, আশি লক্ষ টাকা মূল্যের একটি দামি গাড়ি চুরি গিয়েছে শিল্পার রেস্তোরাঁর সামনে থেকে। যে গাড়িটি মুম্বাইয়ের একজন ব্যবসায়ী রুহান খানের।
ভারতীয় প্রতিবেদন অনুসারে, রুহান তার বন্ধুদের সঙ্গে শিল্পাদের রেস্তোরাঁয় যান। যেখানে তিনি তার গাড়িটি ভ্যালেট পার্কিংয়ের জন্য রাখতে দিয়েছিলেন।
এরপরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। রুহান খানের আইনজীবী আলি কাশিফ জানান, তিনি এই বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন। একইসঙ্গে নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান।
এমনকী এই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে তিনি আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন তিনি। তাই ফের বিপাকে জড়িয়েছেন শিল্পা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গ কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।