NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে পরীমনির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:১৬ এএম

আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে পরীমনির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’

আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। কিঙ্কর আহসানের বই রঙিলা কিতাব অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস।

নানা ঘটনায় সব সময় আলোচিত অভিনেত্রী পরীমনির জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ। আজ ট্রেলার উন্মোচনের সন্ধ্যায় জানালেন সে কথা।

 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন এই অভিনেত্রী।

মঞ্চে উঠেই পরীমণি বলেন, “‘রঙিলা কিতাব’ আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সাইটেড ছিলাম।

এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা।
আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাসসহ সিরিজের অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

 

‘রঙিলা কিতাব’ সিরিজে প্রদীপ ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

কথায় কথায় পরীমনি বলেন, ‘আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না।

সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।’

 

মূলত বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তীর সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সব কিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তীও ছুটতে থাকে তার প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে।-এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

পরিচালক অনম বিশ্বাস বেশ আশাবাদী তার নির্মিত নতুন এই সিরিজটি নিয়ে। তিনি বলেন, ‘সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। আশা করছি, ট্রেলার ও সিরিজটি দর্শক পছন্দ করবে।’