বাবর আজম সীমিত সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের নাম। পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। আজ সেই গুঞ্জনই প্রমাণিত হয়েছে। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার।
খবর প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ পিএম
বাবর আজম সীমিত সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের নাম। পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। আজ সেই গুঞ্জনই প্রমাণিত হয়েছে। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার।
আজ লাহোরে এক সংবাদ সম্মেলন করে রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। পিসিবি সভাপতি বলেছেন, ‘ পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আত্মবিশ্বাসী যে রিজওয়ানের নেতৃত্বের গুণাবলি, খেলার প্রতি গভীর নিবেদন এবং প্যাশন এই প্রতিভাবান দলকে ধারাবাহিকভাবে সাফল্য এনে দিতে সাহায্য করবে।’
অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে রিজওয়ান বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের।
রিজওয়ানকে অধিনায়কত্ব করে আজ অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে দলও ঘোষণা করেছে পিসিবি।