NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক রিজওয়ান


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ পিএম

পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক রিজওয়ান

বাবর আজম সীমিত সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের নাম। পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। আজ সেই গুঞ্জনই প্রমাণিত হয়েছে। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার।

 

আজ লাহোরে এক সংবাদ সম্মেলন করে রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। পিসিবি সভাপতি বলেছেন, ‘ পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আত্মবিশ্বাসী যে রিজওয়ানের নেতৃত্বের গুণাবলি, খেলার প্রতি গভীর নিবেদন এবং প্যাশন এই প্রতিভাবান দলকে ধারাবাহিকভাবে সাফল্য এনে দিতে সাহায্য করবে।’

44

অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে রিজওয়ান বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের।

এই ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক, কোচ এবং আমার অসীম মেধাবী সতীর্থদের সঙ্গে কাজ করতে উন্মুখ আছি। একসঙ্গে লড়ে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং তা অতিক্রম করাই আমাদের লক্ষ্য।’ 

 

33

রিজওয়ানকে অধিনায়কত্ব করে আজ অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে দলও ঘোষণা করেছে পিসিবি।

দল ঘোষণায় বড় খবর দুই সিরিজের দলে নেই ফখর জামান। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার। ওয়ানডেতে পাকিস্তানের ৩১তম এবং টি-টোয়েন্টির ১২তম অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার। তার অধীনে দল প্রথমবারের মতো খেলবে আগামী ৪ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। আর সংক্ষিপ্ত সংস্করণে তার নেতৃত্বের অভিষেক হবে ১৪ নভেম্বর একই প্রতিপক্ষেল বিপক্ষে।