NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

টিকিট শেষ আতিফ আসলামের কনসার্টের


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১০:৩১ এএম

টিকিট শেষ আতিফ আসলামের কনসার্টের

আসছে নভেম্বরে ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। কয়েক দিন আগে নিজেই বাংলাদেশি শ্রোতা-দর্শকদের উদ্দেশে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন আতিফ।

একটি ফটোকার্ট শেয়ার করে আতিফ তার ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ সঙ্গে সঙ্গেই কনসার্টটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন ঢাকাই শ্রোতা-দর্শক! আতিফ আসলামকে নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর কনসার্টটির নাম দেওয়া হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’।

ঘোষণার পরপরই আগ্রহী শ্রোতারা অপেক্ষায় ছিলেন কনসার্টের টিকিট নিয়ে!

 

অবশেষে গেল শুক্রবার (১৮ অক্টোবর) অনলাইন টিকেট প্ল্যাটফরম টিকেটটোমোরো.কম-এ বিক্রি শুরু হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এর টিকিট। তিনটি স্তরে টিকিটের দাম নির্ধারণ করেন আয়োজকরা। সাধারণ স্তরে টিকিটের দাম রাখা হয় আড়াই হাজার টাকা। এ ছাড়া ফ্রন্ট জোন এবং ম্যাজিক্যাল জোনে যথাক্রমে টিকিটের মূল্য ধরা হয় সাড়ে ৪ হাজার এবং ১০ হাজার টাকা।

 

আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশনস’ সূত্রে জানা গেছে,  শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এর মধ্যে একই মঞ্চে গাইতে দেখা যাবে তুমুল জনপ্রিয় শিল্পী তাহসান খানকেও। এ ছাড়া পারফরম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, ডিজে জাদু ও ব্যান্ড কাকতাল।

সম্প্রতি বেশ কিছু কনসার্টের ভেন্যু ও নিরাপত্তা ইস্যু নিয়ে কথা উঠেছে। এমনকি একাধিক কনসার্ট স্থগিত হওয়ার কথাও শোনা গেছে।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এর ভেন্যু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য ভেন্যু বরাদ্দ পায়নি বলেও কথা ওঠে। তবে এমন তথ্য সত্য নয় বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।

 

আগামী ২৯ নভেম্বর ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টার দিকে।