ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ইদানীং কাজ কমিয়ে দিয়েছেন। ওটিটিতে পার করছেন ব্যস্ত সময়। সম্প্রতি নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ঘুরছেন দেশ-বিদেশ।
খবর প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৫ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ইদানীং কাজ কমিয়ে দিয়েছেন। ওটিটিতে পার করছেন ব্যস্ত সময়। সম্প্রতি নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ঘুরছেন দেশ-বিদেশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বড় বোন মেহজাবীনের সঙ্গে আপনার ৫টি মিল বলেন? জবাবে মুচকি হেসে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারেন। তবে মালাইকার সেই উত্তর দেওয়ার ভিডিও থেকে সংগৃহীত ছবির সঙ্গে মেহজাবীনের ছবি মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন একট ভিডিও। এক ভক্তেরই কাণ্ড এটি। ভিডিও ক্লিপটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হাহাহা, এটা কিউট।
মেহজাবীনের সেই পোস্টে মন্তব্যের ঝড় তোলেন ভক্তরাও। অনেকেই লিখেছেন, দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল। কারো মন্তব্য, মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা।
এদিকে প্রথমবারের মতো নাটকে কাজের প্রসঙ্গে মালাইকা চৌধুরী বলেন, ‘শুটিং করে ভালো লাগছে।