চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লিভারপুল। তিন ম্যাচ খেলে সবকটিতে জিতেছে অলরেডরা। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে তারা।
লাইপজিজের মাঠ রেড বুল এরেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে আর্নে স্লটের দল।
খবর প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪, ০৮:৫৫ এএম
চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লিভারপুল। তিন ম্যাচ খেলে সবকটিতে জিতেছে অলরেডরা। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে তারা।
লাইপজিজের মাঠ রেড বুল এরেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে আর্নে স্লটের দল।
চ্যাম্পিয়নস লিগে আগের দুই ম্যাচে হারা লাইপজিগ জয় পেতে শুরু থেকে মরিয়া ছিল। সুযোগও পেয়েছে অনেক। কিন্তু গোলের দেখা পায়নি।
বুন্দেসলিগায় ৭ ম্যাচ খেলে অপরাজিত থাকলেও ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচ খেলে সবকেটিতে হেরেছে লাইপজিগ।
চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ড্রয়ে আসর শুরু করা সিটি চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাগকে ৫-০ গোলে হারিয়েছে।
দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে স্থানে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।