NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

হানিফ সংকেতের জন্মদিন আজ


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ১১:০৫ পিএম

হানিফ সংকেতের জন্মদিন আজ

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক একুশে পদকপ্রাপ্ত হানিফ সংকেতের জন্মদিন আজ। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ৬৫ পেরিয়ে ৬৬ বছরে পা রাখলেন তিনি।

উপস্থাপনার মাধ্যমে দেশব্যাপী সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান দখল করে নিয়েছেন হানিফ সংকেত।

নব্বইয়ের দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি তার কথার জাদুতে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের।

 

হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ১৯৮৯ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক, রচয়িতা এবং পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।

‘ইত্যাদি’তে হাস্যরসের পাশাপাশি সমাজের নানা প্রচলিত অসংগতির কথা ফুটিয়ে তোলেন হানিফ সংকেত।

 ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন তিনি।