দীর্ঘ ২৪ বছরের টেস্ট ইতিহাস বাংলাদেশের। তবে দলের কোনো ব্যাটারই ৬ হাজার রানের রেকর্ড গড়তে পারেননি। বাংলাদেশের সেই আক্ষেপ আজ ঘুচিয়েছেন মুশফিকুর রহিম।
প্রথম বাংলাদেশি হিসেবে দীর্ঘতম সংস্করণে ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন মুশফিক।
খবর প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৬ পিএম
দীর্ঘ ২৪ বছরের টেস্ট ইতিহাস বাংলাদেশের। তবে দলের কোনো ব্যাটারই ৬ হাজার রানের রেকর্ড গড়তে পারেননি। বাংলাদেশের সেই আক্ষেপ আজ ঘুচিয়েছেন মুশফিকুর রহিম।
প্রথম বাংলাদেশি হিসেবে দীর্ঘতম সংস্করণে ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন মুশফিক।
মুশফিকের রেকর্ড গড়ার পরেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান।
আগামীকাল এত সব চাপ সামলানোর দায়িত্ব থাকবে দুই অপরাজিত ব্যাটার মুশফিক ও মাহমুদুল হাসান জয়ের কাঁধে। উইকেট না হারিয়ে আজ শেষ বিকেলটা শেষ করার দায়িত্বের চেয়েও অনেক বড়। প্রতিপক্ষের চেয়ে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এবার শুরুটা হয় ধাক্কায়। ৪ রানের মাথায় ড্রেসিংরুমে ফেরেন সাদমান ইসলাম (১) ও মমিনুল হক (০)।
এমন কঠিন সময়ে দলের হাল ধরার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। কারণ দলের প্রয়োজনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়াই অধিনায়কের দায়িত্ব। কিন্তু দেখেশুনে শুরুটা করলেও দায়িত্ব নিতে পারেননি তিনি। দলীয় ৫৯ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার ইনিংস থামে ২৩ রানে। ড্রেসিংরুমে ফেরার আগে অবশ্য তৃতীয় উইকেটে ৫৫ রানের ছোট্ট এক জুটি গড়েছেন তিনি।
চতুর্থ উইকেটে অপরাজিত ৪২ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন জয়-মুশফিক। দিনের শেষ বলে অবশ্য ড্রেসিংরুমের পথ প্রায় ধরেই ফেলেছিলেন জয়। শেষ পর্যন্ত তা হয়নি ড্যান পিটের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনার দেরিতে স্ট্যাম্পিং করায়। আগামীকাল ৩৮ রান নিয়ে মুশফিকের সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন জয়।
এর আগে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ৩০৮ রানে অলআউট হয়েছে। প্রোটিয়াদের ২০২ রানের বড় লিড এনে দেওয়ার পেছনে অনবদ্য অবদান রেখেছেন ভেরেইনার। মিরপুরে ওয়ানডে স্টাইলে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি সাজিয়েছেন ১০০.০০ স্ট্রাইক রেটে ৮ চার ও ২ ছক্কায়। শেষ ব্যাটার হিসেবে আউট হন ১১৪ রানে।