NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

দামেস্কে গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ২


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০২:১৭ পিএম

দামেস্কে গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ২

সিরিয়ার দামেস্কের মাজেহ জেলায় সোমবার ইসরায়েলি হামলায় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। এতে এখন পর্যন্ত দুজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূতাবাস ও নিরাপত্তা সদর দপ্তরের জন্য পরিচিত এলাকায় হামলাটি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাজেহ শহরের আবাসিক এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫টা ৫ মিনিটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুই বেসামরিক নিহত এবং তিনজন আহত হয়েছে।

সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মাজেহ এলাকার একটি পাড়ায় গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া সেখানে থাকা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের কাছে একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

 

সংবাদদাতা আরো জানান, বিস্ফোরণস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয় এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষের চারপাশে মানুষ জড়ো হয়। 

প্রতিবেদন থেকে জানা যায়, মাজেহ এলাকায় জাতিসংঘের কার্যালয় রয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে আরো কিছু হামলা হয়েছে, যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে। এই মাসের শুরুতে সিরিয়ার সরকার জানিয়েছিল, মাজেহর আবাসিক ও বাণিজ্যিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছিল—মোট ৯ জন, যাদের মধ্যে একটি শিশুসহ পাঁচজন বেসামরিকছিল। হামলাটি ইরানের রেভল্যুশনারি গার্ড ও লেবাননের হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছিল বলেও তারা জানিয়েছিল।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত সিরিয়ায় হামলার বিষয়ে কোনো মন্তব্য করে না। তবে তারা বারবার বলেছে, তারা তাদের প্রধান শত্রু ইরানকে সিরিয়ায় প্রভাব বিস্তার করতে দেবে না। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইরান ও লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার সরকারের অন্যতম প্রধান মিত্র হিসেবে কাজ করে আসছে।