NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘ভুল ভুলাইয়া ৩’ আসছে বাংলাদেশেও


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৪০ পিএম

‘ভুল ভুলাইয়া ৩’ আসছে বাংলাদেশেও

এ বছর দীপাবলি উৎসবে ভারতে দুটি বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত সিনেমা। একটি ‘ভুল ভুলাইয়া ৩’, অপরটি ‘সিংহাম এগেইন।’ দুটি সিনেমা ঘিরেই দর্শক আগ্রহ তুঙ্গে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও দর্শক রয়েছে এই দুটি ফ্র্যাঞ্চাইজির।

তাই দেশি দর্শকদের জন্য সুখবর এলো আরেকবার। ১ নভেম্বর ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানির চেষ্টা করছে ‘দ্য অভি কথাচিত্র’। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ (২০২১)-এর বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ আনতে যাচ্ছে তারা।

 

দ্য অভি কথাচিত্রের কর্ণধার অভি বলেন, ‘সরকারি যাবতীয় নীতিমালা মেনেই আমরা ছবিটি আমদানি করছি। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। সব ঠিক থাকলে এ সপ্তাহেই অনুমতি পাব। অনেক দিন ধরে বাংলাদেশে বড় কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

এর ফলে হল মালিকরা বিপাকে আছেন। হলে দর্শক ধরে রাখতে পারছেন না তারা। আশা করছি, এই ছবি দেখতে দর্শক হলে আসবে।’

 

আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’-এ অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজেশ শর্মা প্রমুখ। এই হরর ফ্র্যাঞ্চাইজির আগের দুটি কিস্তি বক্স অফিসে দারুণ সাফল্য পায়।