প্রয়াত হলেন অভিনেতা-কমেডিয়ান অতুল পারচুরে। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সোমবার না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দুর্দান্ত কমিক টাইমিং-এর জন্য অনুরাগীদের কাছে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা।
খবর প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪, ১০:৩১ পিএম
প্রয়াত হলেন অভিনেতা-কমেডিয়ান অতুল পারচুরে। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সোমবার না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দুর্দান্ত কমিক টাইমিং-এর জন্য অনুরাগীদের কাছে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন এ মারাঠি অভিনেতা। পরবর্তীতে যা ক্যানসারের আকার নেয়।
অতুল পারচুরেকে কপিল শর্মা শোয়ে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে দেখা গেছে।
‘যম হ্যায় হাম’, ‘বাড়ি দূর সে আয়ে হ্যায়’-এর মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে তাকে।