গত কয়েক দিন ধরেই নানা ইস্যুতে আলোচনায় পরীমণি। তবে আলোচনায় তিনি এবারই প্রথম এমন নয়। নানা কারণেই আলোচনায় থাকেন এই নায়িকা। কলকাতার পূজামণ্ডপে তার নতুন ছবি ফেলুবক্সীর প্রচারণা চলেছে।
খবর প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪, ১০:৩৫ পিএম
গত কয়েক দিন ধরেই নানা ইস্যুতে আলোচনায় পরীমণি। তবে আলোচনায় তিনি এবারই প্রথম এমন নয়। নানা কারণেই আলোচনায় থাকেন এই নায়িকা। কলকাতার পূজামণ্ডপে তার নতুন ছবি ফেলুবক্সীর প্রচারণা চলেছে।
সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান।
সিরিজটি নিয়ে পরী বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’
অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব-এর জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সবটুকু দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষায় রয়েছি আমরা।‘