শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশে ও দেশের বাইরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। তাই অন্য সবার মতো বিনোদন জগতের তারকারাও এ উৎসব ঘিরে আনন্দ উদযাপন করে থাকেন। ব্যতিক্রম নন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।
খবর প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ১০:৫১ এএম
শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশে ও দেশের বাইরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। তাই অন্য সবার মতো বিনোদন জগতের তারকারাও এ উৎসব ঘিরে আনন্দ উদযাপন করে থাকেন। ব্যতিক্রম নন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।
ছোটবেলার পূজার স্মৃতি নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলার পূজা তো অনেক গর্জিয়াস ছিল, অনেক পরিকল্পনা থাকত, অনেক আনন্দ থাকত।
অপু বিশ্বাস বললেন, ‘পূজায় ঢাকাতেই আছি।
বেশ কয়েক বছর আগে অপু বিশ্বাসের মা গত হন। মা ছাড়া বেশ কয়েকটি পূজা আড়ম্বরহীন কেটেছে অপুর। এখন ছেলে আব্রাম খান জয় বড় হচ্ছে। এই পূজাতে তার স্কুলও ছুটি থাকে। ফলে ছেলেকে নিয়ে উৎসব আনন্দেই পূজার ছুটি উপভোগ করেন অপু। তবে উৎসব আর আনন্দে মেতে থাকলেও প্রতি মুহূর্তে মাকে মনে পড়ে তার। মনে হয়, মা থাকলে এই পূজা আরো আনন্দমুখর ও বর্ণিল হতো।