অপরাধ করলে তার শাস্তি অনিবার্য। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আর সেই অপরাধ যদি হয় বর্ণবাদী, তাহলে কঠিন শাস্তিই পেতে হয় ফুটবলারদের। তেমনি এক কঠিন শাস্তি পেয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো।
খবর প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৪৩ এএম
অপরাধ করলে তার শাস্তি অনিবার্য। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আর সেই অপরাধ যদি হয় বর্ণবাদী, তাহলে কঠিন শাস্তিই পেতে হয় ফুটবলারদের। তেমনি এক কঠিন শাস্তি পেয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো।
গত কয়েক বছর ধরেই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সোচ্চার বিশ্ব ফুটবল। নানান শাস্তির ব্যবস্থা রাখা হলেও তা বন্ধ হচ্ছে না। কুর্তো গত জুলাইয়ে প্রাক-মৌসুম ম্যাচে বর্ণবাদী গালি দেন।
ম্যাচ শেষে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং উয়েফার কাছে উলভারহ্যাম্পটন অভিযোগ জানালেও ওই দুই সংস্থা ব্যবস্থা নিতে অপরাগতা জানায়।
ফিফা ১০ ম্যাচের সঙ্গে সামাজিক সেবামূলক কাজ, ফিফা অনুমোদিত কোনো সংস্থায় ট্রেনিং ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে কুর্তোকে। এখন থেকে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা শুরু হবে ২৫ বছর বয়সী ডিফেন্ডারের। বাকি ৫ ম্যাচ স্থগিত।