NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিঙ্গেল জীবন কেমন উপভোগ করছেন মিমি চক্রবর্তী?


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৫, ০৭:২১ এএম

সিঙ্গেল জীবন কেমন উপভোগ করছেন মিমি চক্রবর্তী?

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত বছর ‘তুফান’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তারপর যেন নতুন করে জনপ্রিয় হয়েছেন তিনি। আসছে দুর্গাপূজা।

এ উপলক্ষে কলকাতায় নিজের বাড়ির পূজামণ্ডপ সাজাচ্ছেন এই নায়িকা। জানিয়েছেন আত্মীয়-স্বজনদের জন্য নতুন পোশাকও কিনেছেন তিনি।

 

পূজা উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, কসবার বাড়িতে পূজা উদযাপন করবেন তিনি। এই পূজায় বাড়িতে লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি করা হয়েছে।

মিমি চক্রবর্তী প্রতিদিন জিম থেকে ফেরার সময় একবার মণ্ডপের কাজ দেখতে যান। এক মাস আগেই পরিবার-পরিজনদের জন্য নতুন পোশাক কিনেছেন। তবে নিজের জন্য রেখেছেন অন্য রকম উপহার। তা হলো নিজেকে ভালো রাখা।

 

নিজেকে ভালো রাখার একটা জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজিয়েছেন মিমি। ১০ বছর পরে কী হবেন, সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই তবে প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে চান এই নায়িকা।

মিমি চক্রবর্তী বলেন, ‘আমি খুব আনন্দে থাকতে চাই আর ভালো করে ঘুমাতে চাই। কে কী বলল, আমিই বা কাকে কী বললাম সেসব নিয়ে প্রভাবিত হতে চাই না। প্রতিটি মুহূর্তে ভালো থাকতে চাই।

১০ বছর পরে কী হবে, তা আগাম ভাবতে চাই না। একজন নারী যদি একা জীবন কাটান, তাতে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে। তবে তার মানে এই নয় যে একাকিত্ব তাকে গ্রাস করছে। আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তবে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই।  আমি বিশ্বাস করি, নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোবার ঘর আর পোষ্য সারমেয় (কুকুর)-কে ছাড়া পৃথিবীর কোথাও থাকতে চাই না।’

 

 

বিয়ে করবেন কি না— প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেছেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার হোক। মিমি সিঙ্গেল জীবনকেই পরিপূর্ণ এবং স্বাধীন জীবন বলে মনে করেন।’