খবর প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪, ০২:৫৮ এএম
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য স্থির করে ২০২৪ এ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী ভারত। খেলাটি এমন একটি মাঠে হবে যেখানে ১৪ বছর ধরে হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। যার ফলে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে নতুন করে। এছাড়ার এই সিরিজটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কেননা ইনজুরির কারণে সাকিবকে ছাড়া খেলা আর একেবারে অবসরে যাওয়া সাকিবকে ছাড়া খেলার বিষয়টি এক নয়। কেমন খেলবে সাকিববিহীন নতুন বাংলাদেশ।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) ভারতের গোয়ালিয়রে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস, স্পোর্টস ১৮।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য দুটি কারণে ঐতিহাসিক। প্রথমত গোয়ালিয়রের এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ আর দ্বিতীয়ত, সাকিব আল হাসান পরবর্তী যুগে টাইগারদের প্রথম ম্যাচ। ম্যাচে সাকিবকে মিস করলেও এগিয়ে যেতে চায় বাংলাদেশ। কোন কিছু ভেবে বাড়তি চাপ নিতেও নারাজ।
সিন্দিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা এখন পর্যন্ত রহস্যে ঘেরা। তবে কালো মাটির উইকেট বলে কিছুটা মন্থর হবে বলে ধারণা করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। যদিও মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে গড় স্কোর ১৮০র ওপরে।
ভারতের দলটিতেও বড় তারকা নেই। বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ বিশ্রামে। আইপিএল মাতানো তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি। মূলত ২০২৬ বিশ্বকাপকে লক্ষ্য রেখে প্রস্তুত হতে চায় টিম ইন্ডিয়া।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।