যে সিনেমার শুটিং সেটে ঘটে গেছে ভয়াবহ মৃত্যুকাণ্ড। সেই সিনেমা অবশেষে মুক্তির পথে। অ্যালেক বল্ডউইনের বহুল আলোচিত সেই সিনেমার নাম ‘রাস্ট।’ আগামী মাসেই সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে।
খবর প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:৪৫ এএম
যে সিনেমার শুটিং সেটে ঘটে গেছে ভয়াবহ মৃত্যুকাণ্ড। সেই সিনেমা অবশেষে মুক্তির পথে। অ্যালেক বল্ডউইনের বহুল আলোচিত সেই সিনেমার নাম ‘রাস্ট।’ আগামী মাসেই সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে।
২০২১ সালে ‘রাস্ট’ নির্মাণের সময় সেটে সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের মৃত্যুর মধ্য দিয়ে সাড়া পড়ে যায় মিডিয়া মহলে। ‘রাস্ট’-এর শুটিংয়ের প্রপস পিস্তল থেকে গুলি করেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সাধারণত নকল গুলি থাকলেও সেদিন ছিল আসল। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হ্যালিনার মৃত্যুর পাশাপাশি আহত হন সিনেমার পরিচালক জোয়েল সুজা।
প্রদর্শনে একটি বিশেষজ্ঞ দল থাকবে। তাদের মধ্যে রয়েছেন পরিচালক জোয়েল সুজা। প্যানেলের মধ্যে থাকবেন বিয়ানকা ক্লাইন ও স্টিফেন লাইটহিল। তারা চলচ্চিত্র সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আলোচনা থাকবে নারীর জন্য সিনেমাটোগ্রাফিতে নিরাপত্তা নিয়ে।
সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সকে উদীয়মান প্রতিভা হিসেবে গণ্য করা হতো। ২০২০ সালে নির্মিত আর্চ এনিমি ও ব্লাইন্ডফায়ার এবং ২০১৯ সালে নির্মিত ডারলিনের জন্য তাকে বিশেষভাবে স্মরণ করা হয়। তাকে মরণোত্তর সম্মাননা হিসেবে আমেরিকা সোসাইটি অব সিনেমাটোগ্রাফারস সংগঠনের সদস্য করা হয়। হ্যালিনা হাচিন্স স্মৃতি বৃত্তি তহবিল গঠন করে এএফআই।