তারা সবাই নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড। তরুণদের প্রিয় এই ব্যান্ডগুলো উঠবে এক মঞ্চে। যদিও গত এক দশকে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। এ রকম চারটি ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট।
খবর প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৮ পিএম
তারা সবাই নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড। তরুণদের প্রিয় এই ব্যান্ডগুলো উঠবে এক মঞ্চে। যদিও গত এক দশকে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। এ রকম চারটি ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট।
১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ গণমাধ্যমকে বলেন, ‘নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমনি।