ফুটসাল বিশ্বকাপে শেষবার ব্রাজিল শিরোপা জিতেছিল ২০১২ সালে। তবে ১২ বছর পর আবারও শিরোপার হাতছানি দিচ্ছে সর্বোচ্চ পাঁচবারের বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ফাইনালে যাওয়ার পথে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।
বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে সেমি ফাইনালে ১৮ মিনিটে পিছিয়ে পড়ার পর ব্রাজিল প্রথম সমতায় ফেরে আত্মঘাতী গোলে।