NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আর্সেনাল এই মৌসুমে লিগ জিতবে, বিশ্বাস সাকার


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১২:১৮ পিএম

আর্সেনাল এই মৌসুমে লিগ জিতবে, বিশ্বাস সাকার

সর্বশেষ মৌসুমের অধিকাংশ সময় শীর্ষে থেকেও শেষ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছে আর্সেনাল। শুধু সর্বশেষ মৌসুমেই নয়, এর আগের মৌসুমেও গানারদের নাকের ডগা থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ টানা ৪ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটির কাছে শিরোপা হারালেও এবার সেই দৃশ্যে পাল্টাতে চায় আর্সেনাল। গতকাল চ্যাম্পিয়নস লিগে জয় পাওয়ার পর এমনটাই জানিয়েছেন বুকায়ো সাকা।

পিএসজির বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ইংল্যান্ডের উইঙ্গার জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার এটাই সেরা বছর।

 

লিগে সর্বশেষ ২০০৪ সালে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। দীর্ঘ ২০ বছরের অপেক্ষা ঘোচানোর আশা ব্যক্ত করে সংবাদমাধ্যম সিবিএসকে সাকা বলেছেন, ‘আমাদের ওপর খুব বেশি চাপ দিতে চাই না। তবে আমি মনে করি, এটাই সঠিক বছর (চ্যাম্পিয়ন হওয়ার)।

সর্বশেষ দুই বছর আমরা জয়ের কাছাকাছি ছিলাম। (শিরোপা জয়) আমরা কাছাকাছি আছি। আশা করি, এই বছর হবে।’

 

এবারের লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে সিটি। আর ১৫ পয়েন্টে শীর্ষে লিভারপুল। লিগের পুরোটাই বাকি থাকলেও সাকা মনে করছেন, শেষ পর্যন্ত তারাই শীর্ষে থাকবেন। তিনি বলেছেন, ‘এই মৌসুমে আমি জিততে চাই। অবশ্যই, নিজের ওপর প্রচুর বিশ্বাস আছে।
নিজেদের ওপর বিশ্বাস আছে। বিশ্বাস করি আমরা শীর্ষ পর্যায়ের দল। পিএসজির বিপক্ষে আজ (গতকাল) রাতে আমরা তেমনি পারফরম্যান্স করেছি।’