NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিপিএলে শাকিব খানের টিম ‘ঢাকা ক্যাপিটালস’


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১২:২০ পিএম

বিপিএলে শাকিব খানের টিম ‘ঢাকা ক্যাপিটালস’

আসন্ন বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) জন্য দল কিনছেন জনপ্রিয় তারকা শাকিব খান। তবে ‍চূড়ান্ত ছিল না নাম। এবার নাম ঘোষণা করলেন এই তারকা।

 

জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’। দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।

এ সময় শাকিব খান বলেন, “আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন।

যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।”

 


 

তিনি আরো বলেন, ‘আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।’

আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফলে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’-এর প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।