NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা, অন্তত ২০ শিশুর মৃত্যুর শঙ্কা


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৯:৫৬ পিএম

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা, অন্তত ২০ শিশুর মৃত্যুর শঙ্কা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বহনকারী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২০ জনের বেশি শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটির পরিবহনমন্ত্রীর মতে, ১৬ শিশু এবং তিনজন শিক্ষক প্রাণে বেঁচে ফিরলেও আরো ২২ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিখোঁজ রয়েছেন।

বিবিসি থাই সার্ভিসের খবরে বলা হয়েছে, কর্মকর্তারা বাসের ভেতর থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছেন।

তদন্তকারীরা আগুনের তাপের কারণে গাড়িতে প্রবেশ করতে পারেনি বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানির একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু ও শিক্ষকদের বহনকারী তিনটি বাসের মধ্যে একটি বাস ছিল এটি।

 

পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংরুংকিত বলেছেন, ‘বাসটি প্রাকৃতিক গ্যাসের সাহায্যে চলত। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

মন্ত্রণালয়কে অবশ্যই একটি ব্যবস্থা খুঁজে বের করতে হবে... যদি সম্ভব হয়, যাত্রীবাহী যানবাহনের জন্য এই ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

 

এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। পেতংটার্ন সিনাওয়াত্রা বলেছেন, ‘একজন মা হিসেবে আমি নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘সরকার সকল চিকিৎসা খরচ বহন এবং নিহতদের ক্ষতিপূরণ প্রদান করবে।

 

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও ফুটেজে একজন উদ্ধারকর্মী বলেছেন, ‘বাসটি ব্যাংককের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি চাকা ফেটে গিয়ে একটি কংক্রিটে ধাক্কা খায়। এরপর আগুন ধরে যায়। ভিডিওতে আরো দেখা যায়, একটি ওভারপাসের নিচে পুড়ে যাওয়া বাস থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বাসের ভেতরে থাকা শিশুদের বয়স কত ছিল তা স্পষ্ট নয়। তবে এই স্কুলে তিন থেকে ১৫ বছরের শিক্ষার্থীরা পড়াশোনা করে।

 

 

থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে খারাপ সড়ক নিরাপত্তার রেকর্ড রয়েছে। অনিরাপদ যানবাহন এবং দুর্বল ড্রাইভিংয়ের কারণে সড়কে বার্ষিক মৃত্যুর হার অনেক বেশি। 

সূত্র : বিবিসি