ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, এই সপ্তাহে বৈরুতে যে হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, সেই একই হামলায় আরো ২০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্যকে ‘হত্যা’ করা হয়েছে।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈরুতে বেসামরিক ভবনের নিচে অবস্থিত ভূগর্ভস্থ সদর দপ্তরে উপস্থিত থাকা বিভিন্ন পদমর্যাদার ২০ জনেরও বেশি সন্ত্রাসী, যারা ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল, তারাও নির্মূল হয়েছে।’
এ ছাড়া বিবৃতিতে দেওয়া তালিকায় নিহত কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ইব্রাহিম হোসেন জাজিনি ও সামির তাওফিক ডিব, যারা নাসরাল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন।